আন্তর্জাতিক পরিস্থিতি ও জাতীয় রাজনীতির মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির ৪২ এ কিছু দুর্বলতা থাকলেও বাংলার অন্যান্য বাম শক্তি এই আন্দোলনে সর্বাত্মক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। দক্ষিণপন্থী শিবির ও প্রচার মাধ্যম গোটা স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অসামান্য ভূমিকা বিষয়ে প্রায় নিশ্চুপ থেকে কেবল ৪২ এর অবস্থানকেই যেমন দাগিয়ে দেবার চেষ্টা করে, তেমনি এই ৪২ এর আন্দোলনেই কমিউনিস্ট পার্টি ছাড়া অন্যান্য বামেদের সক্রিয় ভূমিকাকে আড়ালে রাখে।ভারত ছাড়ো আন্দোলনে বাংলার বামপন্থীদের ভূমিকা নিয়ে একটি আলোচনা।
by সৌভিক ঘোষাল | 09 August, 2022 | 4609 | Tags : Quit India Movement Left Role Communist Party